ডায়রিয়া হলে করণীয় কি - ডায়রিয়া হলে তার প্রতিকার

 হাসির ডিম খেলে শরীরের প্রভাব আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ডায়রিয়া হলে করণীয় কি।আপনি জানতে চান ডায়রিয়ার সম্পর্কে তাই আপনি ঠিক জায়গায় এসেছেন আমরা এখানে খুবই সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি।তাই পোস্টটি পুরাটা পড়বেন আপনার খুবই প্রয়োজন হতে পারে।

ডায়রিয়া হলে যা করনীয়

আমরা এখানে আরো আলোচনা করেছি ডায়রিয়া হলে আপনার কি খাওয়া উচিত নয় আবং কি কি খাওয়া উচিত।

ভুমিকা

ডায়রিয়া বহু কারণে হতে পারে কিছু কারণ হলো ওষুধের প্রতিক্রিয়া,ব্যাকটেরিয়া সংক্রমণ,ভাইরাসের সংক্রমণ।আপনার ডায়রিয়া হলে বাইরের অনেক কিছু খাওয়া যাবে না তার মধ্যে যেমন ফ্রুট জুস, কফি,চিনি মিশানো চা।কারণ এসব খেলে আপনার ডায়রিয়া আরো খারাপ রূপ নিতে পারে।আপনার ডায়রিয়া হলে অবশ্যই ২০ সেকেন্ড ধরে সর্বনিম্নে আপনাকে হাত ধুতে হবে।
অনেক সময় ডায়রিয়া ততটা ক্ষতিকর হয় না যার ফলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে।ডায়রিয়া হলে আপনাকে খাবার স্যালাইন,ডাবের পানি ইত্যাদি পান করতে হবে।

ডায়রিয়া কেন হয়

মানুষের শরীরে পাচক প্রক্রিয়ার দ্রব্যসমূহ পাচন পদ্ধতির মধ্যদিয়ে দ্রুত নারাচারার মাদ্ধমে যখন অন্ত্রের তরল শোষণ করার পর্যাপ্ত সময় পায় না বা পাচক প্রক্রিয়া অপ্রয়োজনীয় অতিরিক্ত তরল উৎপাদন করে তখনি ডায়রিয়া হয়।এই সময় মলে অতিরিক্ত তরল থাকায় মল পানির মতো আলগা হয়ে উঠে।আনেক সময় ডায়রিয়া অতটা ক্ষতিকর না হওয়া ডাক্তারের কাছে যেতে হয় না।
ডায়রিয়া বহু কারণে হতে পারে তার মধ্যে কিছু হলোঃ
  • খাবার বা জলের মাধ্যমে শরীরে পরজীবীর আক্রমণ করে প্রবেশ করতে পারে।
  • খাদ্য অসহিষ্ণুতা বা ফুড এলার্জির মধ্য দিয়ে কিছু খাবার হজম করতে না পারায়।
  • ওষুধের প্রতিক্রিয়া।
  • ব্যাকটেরিয়া সংক্রমণ।
  • ভাইরাসের সংক্রমণ।
  • খাবারে এলার্জি (যেমন গ্লুটেন এলার্জি,সিলিয়াক ডিজিজ)

ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে?

ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিবে তা হলওঃ
  • পেটে খিঁচুনি ও ব্যথা চুরি।
  • পেট ফেঁপে থাকা।
  • বমি বমি ভাব।
  • জ্বর হওয়া।
  • বমি হওয়া।
  • মল আঁশটে দূর্গন্ধযুক্ত হয়ে থাকে।
  • তরল জলের মত মল। কখনো কখনো ফ্যানা সৃষ্টি হয়।
  • মলে অনেকসময় রক্ত দেখা যায়।
  • ঘন ঘন মলত্যাগ।

ডায়রিয়া হলে কি খাওয়া উচিত

কারো যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে তার শরীরের লবণ ও পানির ঘাটতি দেখা দেয়।তাই প্রথমে আমাদের করণীয় শরীরের লবনও পানির ঘাটতি শেষ করা।কারো যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে তাকে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন,পুষ্টিকর খাদ্য়,তরল পানি খেতে হবে।প্রত্যেক বার পাতলা পায়খানা হলে আপনাকে হাফ লিটার পানি খাওয়া উচিত।
পাতলা পায়খানা হলে সাধারণত হাফ লিটার পানি খাওয়া প্রত্যেক ডাক্তারের উপদেশ হয়ে থাকে।আপনি পানি হিসেবে ডাবের পানি,চিড়ার পানি কিংবা ভাতের মাড় পান করতে পারেন।আপনি চাইলে ভাতের মাড়ের সাথে লবণ যুক্ত করতে পারেন।

ডায়রিয়া হলে যা খাবেন না

অনেকে মনে করে নির্দিষ্ট কিছু খাবার খেলেই ডায়রিয়ার সেরে যাবে কিন্তু এমন কথা কোথাও ভিত্তি নেই।আবার অনেকে মনে করে ডায়রিয়াজনিত রোগীরা সাদা ভাত আর কাঁচকলাঅন্য কিছুই খেতে পারবে না।তবে এই ধারণাটিও ভুল।ডায়াবেটিস রোগীরা এমন সব খাবার খেতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয়।
অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া লাগবে।আর বাজার থেকে কেনা জুস কোমল পানীয় চিনি দেওয়া চা কফি ইত্যাদি খেতে পারবেন না কারণ এসব খেলে আপনার ডায়রিয়া আরো খারাপ হতে পারে।

ডায়রিয়া হলে করণীয় কি-ডায়রিয়া হলে করণীয়

আপনার ডায়রিয়া হলে নিচের সব তথ্য গুলো মেনে চলতে হবে।
  • ডায়রিয়া হলে আপনাকে হাই-জিনের প্রতি খুবই কঠোর হওয়া লাগবে তাই আপনাকে বারবার হাত ধুতে হবে।
  • খাবার তৈরির পর বা আগে উভয় সময় আপনাকে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।
  • টয়লেট ব্যবহারের পর,ডাইপার পরিবর্তন করার আগে বা পর,কাশি,হাঁচি,নাক ঝাড়ার পরে  আপনাকে অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিতে হবে।
সাবান দিয়ে হাত ধোয়ার নিয়মঃ
  • হাতে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখতে হবে।
  • এরপর হাত দুটি ঘষে একবার ধুয়ে নেওয়ার পর আবার কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য দুই হাত সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে একসঙ্গে পরিষ্কার করতে হবে তারপর ধুয়ে নিতে হবে।

লেখকের মন্তব্য

আমার মতে আপনার ডায়রিয়া হলে যা করনীয় আপনার মানা উচিত তা হলো।কয়েকদিন খাবার স্যালাইন খাবেন এবং খুবই হাইজেনিক থাকবেন তাহলে আপনার ডায়রিয়া যদি ভালো না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিবেন আর আপনার যদি উপরের সকল তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url